'তুমি সন্ধ্যাকাশের তারার মত।' এ বাক্যে 'সন্ধ্যাকাশের' কোন কারকে কোন বিভক্তি?
A অধিকরণে ষষ্ঠী
B অপাদানে ষষ্ঠী
C অধিকরণে সপ্তমী
D করণে ষষ্ঠী
Solution
Correct Answer: Option A
অধিকরণ কারক বলতে বোঝায় ক্রিয়া সম্পাদনের কাল (সময়) ও আধারকে। সন্ধ্যার আকাশ বা সন্ধ্যাকাশ এর সাথে বিভক্তি চিহ্ন ‘এর’ যুক্ত হয়েছে। কাজেই নিয়ম অনুযায়ী এটি অধিকরণ কারক এবং ৬ষ্ঠী বিভক্তি।