বাংলা সাহিত্যে ‘কালকূট’ নামে পরিচিত কোন লেখক?

A সমরেশ মজুমদার

B শওকত ওসমান

C সমরেশ বসু

D আলাউদ্দিন আল আজাদ

Solution

Correct Answer: Option C

বাংলা সাহিত্যের কয়েকজন লেখক ও তাদের ছদ্মনামঃ
- সমরেশ বসু = কালকূট
- সমরেশ বসু = ভ্রমর
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় = অনিলা দেবী
- সতীনাথ ভাদুড়ী = চিত্রগুপ্ত
- বিমল মিত্র = জাবালি
- কালিকানন্দ = অবধূত
- বিমল ঘোষ = মৌমাছি
- প্রিয়দর্শী - সৈয়দ মুজতবা আলী
- বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় = যাযাবর

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions