প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত?
A রাঙ্গামাটি
B খাগড়াছড়ি
C বান্দরবান
D সিলেট
Solution
Correct Answer: Option C
-প্রান্তিক হ্রদ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের অন্তর্গত বান্দরবান জেলায় অবস্থিত।
-বান্দরবান থেকে কেরাণীহাট যাবার পথে হলুদিয়া নামক স্থানে এর অবস্থান।
-কেরাণীহাট থেকে ২০ মিনিট গাড়ি চালালে এ হ্রদে পৌঁছানো সম্ভব।
-জেলা সদর থেকে এর দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার।