‘কিন্ডারগার্টেন’ কোন ভাষা হতে আগত শব্দ?
A ইংরেজী
B পর্তুগিজ
C জার্মানী
D ওলন্দাজ
Solution
Correct Answer: Option C
‘কিন্ডারগার্টেন’ শব্দটি জার্মান ভাষা হতে আগত, যার অর্থ শিশুদের বাগান।
'কিন্ডারগার্টেন' শব্দটি বিখ্যাত জার্মান শিশু-শিক্ষানুরাগী ব্যক্তিত্ব ফ্রেডরিখ ফ্রোয়েবল কর্তৃক সৃষ্ট হয়েছে।