বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিখাত কোনটি?

A চামড়া ও চামড়াজাত পণ্য

B হিমায়িত মৎস্য

C পাট ও পাটজাত দ্রব্য

D ঔষধ

Solution

Correct Answer: Option A

- যেসব পণ্য সরাসরি বিক্রির উদ্দেশ্যেই চাষাবাদ করা হয় তাকে অর্থকরী ফসল বলে।
- যেমন: পাট, চা, তামাক, তুলা, ইক্ষু ইত্যাদি।
- পাট বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল।
- বাংলাদেশে পাটের প্রাচুর্য এবং বিশ্ববাজারে পাটের ব্যাপক চাহিদার কারণে পাটকে ‘সোনালী আঁশ এবং বাংলাদেশকে ‘সোনালী আঁশের দেশ" বলা হয়।
- পূর্বে পাট ও পাটজাত দ্রব্য হলেও বর্তমানে চামড়া ও চামড়াজাত পণ্য দেশের দ্বিতীয় প্রধান রপ্তানি পণ্য।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions