বাক্যের কোনো অংশ বাদ দিতে চাইলে কোন যতিচিহ্ন ব্যবহার করা হয়?

A বিন্দুচিহ্ন

B বিকল্পচিহ্ন

C ত্রিবিন্দুচিহ্ন

D বিস্ময়চিহ্ন

Solution

Correct Answer: Option C

• ত্রিবিন্দু (...): বাক্যের বা উদ্ধিৃতির কোনো অংশ বাদ দিতে চাইলে ত্রিবিন্দু ব্যবহৃত হয়।

• বিস্ময়চিহ্ন (!): সাধারণত বিস্ময়, দুঃখ, আনন্দ ইত্যাদি প্রকাশের জন্য বিস্ময়চিহ্ন ব্যবহৃত হয়।

• বিন্দু (.): শব্দ সংক্ষেপ, ক্রম নির্দেশ ইত্যাদি কাজে বিন্দু ব্যবহৃত হয়।

• বিকল্পচিহ্ন (/): একটি বদলে অন্যটির সম্ভাবনা বোঝাতে বিকল্পচিহ্ন ব্যবহার হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions