অর্থনৈতিক সমীক্ষা-২০২৪ অনুযায়ী বাংলাদেশের স্থুল মৃত্যুহার (প্রতি হাজারে) কত জন?
Solution
Correct Answer: Option B
অর্থনৈতিক সমীক্ষা - ২০২৪
• মোট জনসংখ্যা : ১৭১.০০ মিলিয়ন বা ১৭ কোটি (শুমারি- ২০২৩ অনুসারে) ।
• জনসংখ্যা বৃদ্ধির হার (২০২৩) : ১.৩৩% ।
• জনসংখ্যার ঘনত্ব (প্রতিবর্গ কিলোমিটার) : ১,১৭১ জন।
• গড় আয়ু/প্রত্যাশিত আয়ুষ্কাল: ৭২.৩ বছর (পুরুষ- ৭০.৮ ও নারী- ৭৩.৮) ।
• স্থুল জন্মহার (১০০০ জনে) ১৯.৪ জন ০৬।
• স্থুল মৃত্যুহার (১০০০ জনে) ৬.১ জন ০৭।
• শিশু মৃত্যুর হার (প্রতি হাজারে) : ২৭ জন (১ বছরের কম) [৫ বছরের কম প্রতি হাজারে ৩৩ জন]