'ময়নামতি' কোন সভ্যতার নিদর্শন?

A বৌদ্ধ সভ্যতার

B গুপ্ত সভ্যতার

C মৌর্য সভ্যতার

D মুসলিম সভ্যতার

Solution

Correct Answer: Option A

শালবন বৌদ্ধ বিহার বাংলাদেশের প্রাচীন সভ্যতার নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। কুমিল্লা জেলার লালমাই-ময়নামতি প্রত্নস্থলের অসংখ্য প্রাচীন স্থাপনাগুলোর একটি এই বৌদ্ধ বিহার । এটি ১২শ প্রত্নতাত্ত্বিক এলাকা হিসেবে চিহ্নিত। ধারণা করা হয় যে খৃস্টীয় সপ্তম শতাব্দীর শেষ থেকে অষ্টম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের চতুর্থ রাজা শ্রীভবদেব এ বৌদ্ধ বিহারটি নির্মাণ করেন। 
- ময়নামতির প্রাচীন নাম ছিলো রোহিতগিরি যা দেব রাজাদের রাজধানী ছিলো। প্রত্নত্বাত্বিকগণ এই স্থানটি বর্তমানে কুমিল্লার ময়নামতির বলে ধারণা করেন।
- ময়নামতি আনন্দ বিহারের জন্যও বিখ্যাত। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions