‘গোটা দেশটাই গোল্লায় গেছে।’ - বাক্যে পদাশ্রিত নির্দেশকটি কি অর্থ প্রকাশ করে?
A নির্দিষ্টার্থে
B অনির্দিষ্টতা অর্থে
C নিরর্থকভাবে
D বাহুল্যভাবে
Solution
Correct Answer: Option B
পদাশ্রিত নির্দেশক 'গোটা' শব্দটি বচনবাচক ও সংখ্যাবাচক শব্দের আগে বসে অনির্দিষ্টিতা বোঝায়। যেমন -গোটা দুই আম দাও।