Solution
Correct Answer: Option D
• অর্পণ এবং সমর্পণ দুটো শব্দের অর্থই "কিছু একটা অন্য কারো কাছে দিয়ে দেওয়া"।
• অনন্ত হলো "অসীম" এবং অন্ত হলো "শেষ"।
• রাগ এবং অনুরাগ দুটো শব্দের অর্থে পার্থক্য আছে। রাগ হলো "ক্ষোভ" এবং অনুরাগ হলো "ভালোবাসা"।
• রাগ এর বিপরীত- বিরাগ।
• আবাহন হলো "কিছু একটা ডাকা" এবং বিসর্জন হলো "কিছু একটা ছেড়ে দেওয়া"।