দুইটি তারের দৈর্ঘ্যের অনুপাত ১:২, যদি একটির আপেক্ষিক রোধ ১ ওহম মিটার হয় তবে অন্যটির কত?
A ০.৫ ওহম মিটার
B ১ ওহম মিটার
C ২ ওহম মিটার
D ৪ ওহম মিটার
Solution
Correct Answer: Option A
দেয়া আছে
তারের দৈর্ঘ্যের অনুপাত = 1:2
প্রথম তারের আপেক্ষিক রোধ = 1 Ω-m
সূত্র প্রয়োগ
দুইটি তারের দৈর্ঘ্য L₁ ও L₂
L₁:L₂ = 1:2
ρ₁ × L₁ = ρ₂ × L₂
1 × 1 = ρ₂ × 2
সমীকরণ সমাধান
1 = 2ρ₂
ρ₂ = 1/2
ρ₂ = 0.5 Ω-m
∴ অন্য তারের আপেক্ষিক রোধ = 0.5 Ω-m