‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কাব্যনাট্যের মৌল বিষয় কি?
Solution
Correct Answer: Option A
- সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যনাট্য পায়ের আওয়াজ পাওয়া যায়' (১৯৭৬)।
- এর রচনাকাল ১ মে থেকে ১৩ জুন, ১৯৭৫ খ্রিষ্টাব্দে লন্ডনের হ্যাম্পস্টেড শহরে।
- মহান স্বাধীনতা যুদ্ধ শেষে মুক্তিবাহিনীর গ্রামে প্রবেশের ঘটনা এ নাটকে স্থান পেয়েছে।
তাঁর রচিত অন্যান্য নাটক: ‘
- নূরলদীনের সারা জীবন (১৯৮২),
- ‘গণনায়ক’ (১৯৭৬),
- ‘এখানে এখন’ (১৯৮৮),
- ‘ঈর্ষা ।