কণ্ঠ স্পৃষ্ট ব্যঞ্জন কোনগুলো?

A ট, ঠ, ড, ঢ

B চ, ছ, জ, ঝ

C ক, খ, গ, ঘ

D ত, থ, দ, ধ

Solution

Correct Answer: Option C

- যে সব ব‍্যঞ্জন ধ্বনির উচ্চারণ কালে জিব মুখের ভেতরে কণ্ঠ , তালু , মূর্ধা , দন্ত‍্য ও দন্তমূলের কোন না কোন স্থান স্পর্শ করে বলে তাদের স্পৃষ্ট ব‍্যঞ্জন ধ্বনি বা স্পর্শ ব‍্যঞ্জন ধ্বনি বা স্পৃষ্ট ব‍্যঞ্জন বর্ণ বলে ।

- উচ্চারণস্থান অনুযায়ী এগুলোকে এই পাঁচ ভাগে ভাগ করা যায়, যথা :
ওষ্ঠ ব্যঞ্জন: প, ফ, ব, ভ।
দন্ত ব্যঞ্জন: ত, থ, দ, ধ।
মূর্ধা ব্যঞ্জন: ট, ঠ, ড, ঢ।
তালু ব্যঞ্জন: চ, ছ, জ, ঝ।
কণ্ঠ ব্যঞ্জন: ক, খ, গ, ঘ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions