স্বরবর্ণের কয়টি বর্ণের কার বা সংক্ষিপ্ত রুপ নেই ?

A ২ টি

B ১ টি

C ৩ টি

D ৪ টি

Solution

Correct Answer: Option B

যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নাই তাকে নিলীন বর্ণ বলে। অর্থাৎ কোনো Physical Existence থাকে না।
‘অ’ বর্ণটির কোন সংক্ষিপ্ত রূপ না থাকায় ‘অ’ বাংলা বর্ণমালার নিলীন বর্ণ।
 
যেমনঃ 
ক =  ক  +  অ
খ =  খ   +  অ
কল = ক + অ + ল +  অ
কল্‌ = ক + অ + ল 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions