যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভকারী প্রথম বাংলাদেশী -
A ফজলে হাসান আবেদ
B ড. মুহাম্মদ ইউনূস
C শেখ হাসিনা
D এ এইচ এম নোমান খান
Solution
Correct Answer: Option B
কংগ্রেসনাল স্বর্ণপদক মার্কিন যুক্তরাষ্ট্র কংগ্রেসের দেওয়া পুরষ্কার। ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিশিষ্ট কৃতিত্ব এবং অবদানের জন্য এটি কংগ্রেসের জাতীয় কৃতজ্ঞতার সর্বোচ্চ প্রকাশ। কংগ্রেশনাল গোল্ড মেডেল (২০১০) পেয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।
তার অন্যান্য অর্জনঃ
- স্বাধীনতা দিবস পুরস্কার (১৯৮৭)
- বিশ্ব খাদ্য পুরস্কার (১৯৯৪)
- প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম (২০০৯)
- আন্তর্জাতিক গান্ধী শান্তি পুরস্কার (২০০০)
- ভলভো পরিবেশ পুরস্কার (২০০৩)
- নোবেল শান্তি পুরস্কার (২০০৬)
- কংগ্রেশনাল গোল্ড মেডেল (২০১০)