‘পুষ্প’ শব্দের বহুবচনে ব্যবহৃত বহুবচন লগ্নক কোনটি? 

A রাজি 

B গুচ্ছ 

C চয় 

D সবগুলো

Solution

Correct Answer: Option D

‘পুষ্প’ শব্দের বহুবচনের ক্ষেত্রে ব্যবহৃত বহুবচন লগ্নকগুলো হলো-  

চয়: পুষ্পচয়, বুধচয়
রাজি: পুষ্পরাজি, বৃক্ষরাজি, গ্রন্থরাজি
গুচ্ছ: পুষ্পগুচ্ছ, কেশগুচ্ছ।

সুতরাং, সঠিক উত্তর সবগুলো হবে। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions