‘পুষ্প’ শব্দের বহুবচনে ব্যবহৃত বহুবচন লগ্নক কোনটি?
Solution
Correct Answer: Option D
‘পুষ্প’ শব্দের বহুবচনের ক্ষেত্রে ব্যবহৃত বহুবচন লগ্নকগুলো হলো-
চয়: পুষ্পচয়, বুধচয়
রাজি: পুষ্পরাজি, বৃক্ষরাজি, গ্রন্থরাজি
গুচ্ছ: পুষ্পগুচ্ছ, কেশগুচ্ছ।
সুতরাং, সঠিক উত্তর সবগুলো হবে।