Correct Answer: Option C
বাংলা ভাষার উপভাষাকে প্রধানত পাঁচ ভাগে ভাগ করা হয়।
১. রাঢ়ি (পশ্চিম ও মধ্যবঙ্গ)।
২. ঝাড়খন্ডি (দক্ষিণ পশ্চিমবঙ্গ, সিংভূম, মানভূম, পুরুলিয়া অঞ্চল)।
৩. বরেন্দ্রি (উত্তর বঙ্গ)।
৪. বঙ্গালি (পূর্ব ও দক্ষিণ পূর্ববঙ্গ, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল)।
৫. কামরুপি (উত্তর পূর্ববঙ্গ, কোচবিহার, কাছাড়া)।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions