‘ছেরাদ্দ’ কোন শ্রেণির শব্দ?

A তৎসম

B তদ্ভব

C অর্ধ-তৎসম

D দেশি

Solution

Correct Answer: Option C

বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত আকারে ব্যবহৃত হয় । এগুলোকে অর্ধ-তৎসম শব্দ বলে । যেমনঃ গিন্নী, বোষ্টম, কুচ্ছিত, ছেরাদ্দ, জ্যোছনা ইত্যাদি ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions