"Bangladesh:A Legacy of Blood" এর লেখক-
A সার্ক টেইলর
B মার্ক টোয়াইন
C অ্যান্থনি মাসকারেনহাস
D তাদের কেউ নন
Solution
Correct Answer: Option C
"Bangladesh:A Legacy of Blood" হল একটি বাস্তবধর্মী বই যাতে সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাস ১৯৭১ সাল থেকে ১৯৮৬ সাল পর্যন্ত বাংলাদেশের ইতিহাস লিপিবদ্ধ করেছেন। বইটিতে স্বাধীনতা-উত্তর বাংলাদেশে অভ্যুত্থান ও ৭১ এর রক্তাক্ত অভ্যুত্থানের ইতিহাস রয়েছে।