Solution
Correct Answer: Option A
By-election-এর পারিভাষিক বাংলা অর্থ হলো – উপনির্বাচন।
- By-election বলতে বোঝায় কোনো নির্বাচিত প্রতিনিধি পদ শূন্য হলে তার স্থলাভিষেকের জন্য অনুষ্ঠিত নির্বাচনের প্রক্রিয়া।
- বাংলায় এর পারিভাষিক রূপ হলো উপনির্বাচন।
অন্যান্য বিকল্পগুলোর অর্থ –
* সাধারণ নির্বাচন → General election
* পুনঃনির্বাচন → Re-election
* ভোটাভুটি → Voting