Solution
Correct Answer: Option B
- সমাস গঠনের সময় সাধারণত পূর্বপদের (প্রথম পদের) কারক-বিভক্তি লোপ পায়।
- এই লোপপ্রাপ্ত বিভক্তির নাম অনুসারেই তৎপুরুষ সমাসের বিভিন্ন নামকরণ (দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী ইত্যাদি) করা হয়।
- যেমন, 'বিপদকে আপন্ন = বিপদাপন্ন' - এখানে পূর্বপদ 'বিপদ'-এর সাথে যুক্ত দ্বিতীয়া বিভক্তি 'কে' লোপ পেয়েছে।
- পরপদের (শেষের পদের) সাথে কোনো বিভক্তি যুক্ত থাকে না এবং তৎপুরুষ সমাসে এর অর্থই প্রধান হিসেবে প্রতীয়মান হয়।