বিশেষণ ও বিশেষ্য পদ মিলে যে সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান থাকে, তাকে কী বলে?
A কর্মধারয় সমাস
B তৎপুরুষ সমাস
C দ্বন্দ্ব সমাস
D বহুব্রীহি সমাস
Solution
Correct Answer: Option A
- বিশেষ্য ও বিশেষণ পদ মিলে যে সমাস হয় এবং বিশেষ্য বা পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকেই কর্মধারয় সমাস বলে।
- কর্মধারয় সমাসে পরপদের অর্থই প্রধান।
- ব্যাসবাক্যের মাঝের পদ লোপ পেয়ে যে সমাস হয়, তাই মধ্যপদলোপী কর্মধারয় সমাস।
যেমনঃ
- সিংহ চিহ্নিত আসন = সিংহাসন।
- চিকিৎসা বিষয়ক শাস্ত্র = চিকিৎসাশাস্ত্র।