কোন কোন সময় দেশী ও বিদেশী শব্দের মিলনে শব্দদ্বৈত সৃষ্টি হয়ে থাকে। তাকে মিশ্র শব্দ বলে। শাকসবজি একটি মিশ্র। যা শব্দ তৎসম ও ফারসি শব্দ সহযোগে গঠিত।
আরো কয়েকটি উল্লেখযোগ্য মিশ্র শব্দ:
- হেড-মৌলভি (ইংরেজি + ফারসি),
- হেড-পণ্ডিত (ইংরেজি + তৎসম),
- খ্রিষ্টাব্দ (ইংরেজি + তৎসম),
- ডাক্তার-খানা (ইংরেজি + ফারসি),
- রাজা-বাদশা (তৎসম + ফারসি),
- হাট-বাজার (বাংলা + ফারসি) ইত্যাদি।