Solution
Correct Answer: Option A
- সুন্দরবনের সঠিক প্রবেশদ্বার হিসেবে বাগেরহাট জেলাকে অভিহিত করা হয়ে থাকে।
- যদিও সুন্দরবন বাংলাদেশের তিনটি জেলায় (খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা) বিস্তৃত, তবে বাগেরহাটের মংলা বন্দর দিয়ে পর্যটকরা সবচেয়ে বেশি সুন্দরবনে প্রবেশ করে।
- সুন্দরবনের বিখ্যাত পর্যটন স্পটগুলো যেমন—কটকা, করমজল, হিরণ পয়েন্ট এবং দুবলার চর বাগেরহাট জেলার অংশ।
- ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ‘সুন্দরবন’ এবং ‘ষাটগম্বুজ মসজিদ’ দুটিই এই বাগেরহাট জেলায় অবস্থিত।
- ভৌগোলিক অবস্থান ও পর্যটন সুবিধার কারণে বাগেরহাটকে সুন্দরবনের প্রধান প্রবেশপথ বা প্রবেশদ্বার বলা হয়।