কোন দুটি পদ বচনভেদে হয়?

A বিশেষ্য ও সর্বনাম

B বিশেষ্য ও ক্রিয়া

C সর্বনাম ও অব্যয়

D ক্রিয়া ও অব্যয়

Solution

Correct Answer: Option A

বিশেষ্য ও সর্বনাম পদের বচনভেদ হয়। বিশেষ্য পদে টি, টা, খানা, হানি, এরা, গুলো, সব প্রভৃতি যুক্ত হয়ে একবচন-বহুবচন নির্দেশ করে। যেমনঃ গরুটা- গরুগুলো, ফুলটি-ফুলগুলো ইত্যাদি। সর্বনামের ক্ষেত্রে, সে-তারা, আমি-আমরা ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions