পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যা হতে চার অংকের বৃহত্তম সংখ্যার বিয়োগফল কত?
Solution
Correct Answer: Option D
আমরা জানি,
পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যা = ১০,০০০
চার অংকের বৃহত্তম সংখ্যা = ৯,৯৯৯
প্রশ্নমতে, সংখ্যা দুইটির বিয়োগফল হবে,
= (১০,০০০ - ৯,৯৯৯)
= ১
অতএব, নির্ণেয় বিয়োগফল = ১
শর্টকাট টেকনিক (পরীক্ষার হলের জন্য):
মনে রাখবেন, যেকোনো ‘n’ অংকের ক্ষুদ্রতম সংখ্যা এবং ‘(n-1)’ অংকের বৃহত্তম সংখ্যার পার্থক্য সবসময় ১ হয়।
যেমন:
৩ অংকের ক্ষুদ্রতম সংখ্যা (১০০) - ২ অংকের বৃহত্তম সংখ্যা (৯৯) = ১
৪ অংকের ক্ষুদ্রতম সংখ্যা (১০০০) - ৩ অংকের বৃহত্তম সংখ্যা (৯৯৯) = ১
একইভাবে, ৫ অংকের ক্ষুদ্রতম সংখ্যা - ৪ অংকের বৃহত্তম সংখ্যা = ১