একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য ৪০ মিটার এবং প্রস্থ ৩০ মিটার ৩০ সেন্টিমিটার হলে ক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গমিটার?
Solution
Correct Answer: Option A
দেওয়া আছে,
আয়তকার ক্ষেত্রটির দৈর্ঘ্য = ৪০ মিটার
আয়তকার ক্ষেত্রটির প্রস্থ = ৩০ মিটার ৩০ সেন্টিমিটার
= ৩০ মিটার + '30/100' মিটার [∵ ১০০ সেন্টিমিটার = ১ মিটার]
= ৩০ মিটার + ০.৩ মিটার
= ৩০.৩ মিটার
আমরা জানি,
আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
= ৪০ × ৩০.৩ বর্গমিটার
= ১,২১২ বর্গমিটার
সুতরাং, ক্ষেত্রটির ক্ষেত্রফল ১,২১২ বর্গমিটার।
শর্টকাট টেকনিক:
পরীক্ষার হলে দ্রুত সমাধানের জন্য এভাবে চিন্তা করতে পারেন:
৩০ মিটার ৩০ সে.মি. = ৩০.৩ মিটার
এখন, ৪০ × ৩০.৩
= (৪০ × ৩০) + (৪০ × ০.৩)
= ১২০০ + ১২ [যেহেতু ৪ × ৩ = ১২, তাই ৪০ × ০.৩ = ১২]
= ১২১২
সঠিক উত্তর: ১২১২ বর্গমিটার