৩০ মিটার দৈর্ঘ্য এবং ২০ মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তকার বাগানের চারদিকে ৫ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার?
A ১২০০
B ৬০০
C ১০০০
D ৮০০
Solution
Correct Answer: Option B
দেয়া আছে,
বাগানের দৈর্ঘ্য = ৩০ মিটার
বাগানের প্রস্থ = ২০ মিটার।
বাগানের ক্ষেত্রফল = ৩০ × ২০ মিটার
= ৬০০ বর্গ মিটার
রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য = ৩০ + ( ২ × ৫) = ৪০ মিটার
রাস্তাসহ বাগানের প্রস্থ = ২০ + ( ২ × ৫) = ৩০ মিটার
রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল = ৩০ × ৪০ বর্গমিটার
= ১২০০ বর্গমিটার
রাস্তার ক্ষেত্রফল = (১২০০ - ৬০০) = ৬০০ বর্গমিটার