কোন বাগধারাটির অর্থ ‘বেহায়া’?

A চিনির বলদ

B কান কাটা

C জিলাপির প্যাঁচ

D ঠোঁট কাটা

Solution

Correct Answer: Option B

- 'কান কাটা' বাগধারাটির সমার্থক অর্থ হলো বেহায়া বা নিলজ্জ।
- 'চিনির বলদ' বাগধারাটির অর্থ নিষ্ফল পরিশ্রমকারী বা ভারবাহী কিন্তু ফলভোগী নয়।
- 'জিলাপির প্যাঁচ' বাগধারাটি দিয়ে কুটিলতা বা জটিল স্বভাব বোঝানো হয়।
- 'ঠোঁট কাটা' বাগধারাটির প্রচলিত অর্থ হলো স্পষ্টভাষী বা যে মুখের ওপর সত্য কথা বলে দেয়।
- তবে উল্লেখ্য যে, নবম-দশম শ্রেণির নতুন বাংলা ব্যাকরণ ও নির্মিতি পাঠ্যবইয়ে 'ঠোঁট-কাটা' বাগধারাটির অর্থও 'বেহায়া' হিসেবে উল্লেখ করা হয়েছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions