Solution
Correct Answer: Option D
- ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠী হলো বাংলা ভাষার আদি উৎস।
- পৃথিবী জুড়ে প্রচলিত সমস্ত ভাষাকে ভাষাবিজ্ঞানীরা কয়েকটি ভাষাবংশে বা ভাষাপরিবারে বিভক্ত করেছেন, যার মধ্যে অন্যতম প্রধান হলো ইন্দো-ইউরোপীয় মূল ভাষা।
- খ্রিস্টপূর্ব ৩৫০০ অব্দের দিকে প্রচলিত এই ইন্দো-ইউরোপীয় মূল ভাষার প্রধান দুটি শাখা ছিল— শতম ও কেন্তুম।
- এর মধ্যে শতম শাখার একটি উপশাখা হলো ইন্দো-ইরানীয় বা আর্য ভাষা।
- ইন্দো-ইরানীয় শাখা থেকে কালক্রমে ‘ভারতীয় আর্য ভাষা’, সেখান থেকে ‘প্রাকৃত’ এবং এরপর ‘অপভ্রংশ’ হয়ে একসময় বাংলা ভাষার জন্ম হয়।
- তাই বংশলতিকা অনুযায়ী বাংলা ভাষার মূল বা আদি উৎস হিসেবে ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীকেই গণ্য করা হয়।