Solution
Correct Answer: Option B
- ‘মুখবরাত’ বা ‘আল-মুখবরাত’ (Al-Mukhabarat) হলো মিশরের প্রধান রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা।
- আরবি শব্দ ‘মুখবরাত’-এর শাব্দিক অর্থ হলো ‘গোয়েন্দা’ বা ‘গুপ্তচর’।
- মধ্যপ্রাচ্যের অনেক দেশেই তাদের গোয়েন্দা সংস্থাকে এই নামেই ডাকা হয়।
- তবে বিশ্বব্যাপী পরিচিতি এবং প্রাতিষ্ঠানিক নাম হিসেবে এটি মিশরের গোয়েন্দা সংস্থা (General Intelligence Directorate)-এরই অপর নাম হিসেবে সর্বাধিক পরিচিত।
- এই সংস্থার প্রধান কাজ হলো মিশরের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক তথ্য সংগ্রহ করা।
- ইরাক ও সিরিয়াতেও এই নামে গোয়েন্দা সংস্থা ছিল বা আছে, কিন্তু অপশনের ভিত্তিতে মিশরই এখানে সঠিক উত্তর হিসেবে গণ্য হয়।
- অন্যদিকে ইরানের গোয়েন্দা সংস্থার নাম 'সাভাক' (SAVAK - প্রাক্তন) এবং বর্তমানে 'মিনিস্ট্রি অফ ইন্টেলিজেন্স' (VAJA)।