Solution
Correct Answer: Option B
- মুঘল সুবেদার আজম শাহ ১৬৭৮ সালে লালবাগ দুর্গের নির্মাণ কাজ শুরু করেন।
- তখন এর নাম ছিল 'কিল্লা আওরঙ্গবাদ'।
- পরবর্তীতে সুবেদার শায়েস্তা খান দায়িত্বে এসে ১৬৮০ সালে দুর্গটির নির্মাণ কাজ আবার শুরু করেন।
- কিন্তু ১৬৮৪ সালে শায়েস্তা খানের মেয়ে পরী বিবি মারা গেলে তিনি দুর্গের কাজ থামিয়ে দেন এবং এটি অসমাপ্তই থেকে যায়।
- পরবর্তীতে শায়েস্তা খান এর নাম অনুসারে এর নামকরণ হয় লালবাগ কেল্লা বা লালবাগ দুর্গ।
- সুতরাং, লালবাগ দুর্গের মূল নির্মাতা হিসেবে সাধারণত আজম শাহ এবং কাজ এগিয়ে নেওয়ার জন্য শায়েস্তা খান-এর নাম উল্লেখ করা হয়, মীর জুমলা নন।