Solution
Correct Answer: Option C
- বুধ হলো আমাদের সৌরজগতের আটটি গ্রহের মধ্যে সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ।
- এটি সৌরজগতের সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহ এবং এর আকার প্রায় আমাদের চাঁদের সমান।
- সূর্যের খুব কাছে থাকায় এবং পাতলা বায়ুমণ্ডল থাকার কারণে দিনের বেলায় এর তাপমাত্রা প্রায় ৪৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়।
- বুধের কোনো নিজস্ব প্রাকৃতিক উপগ্রহ বা চাঁদ নেই এবং এর কোনো শক্তিশালী বায়ুমণ্ডল বা বাতাস নেই।
- নিজের অক্ষের ওপর খুব ধীরে ঘুরলেও এটি সূর্যের চারপাশে বেশ দ্রুত ঘোরে, মাত্র ৮৮ দিনে একবার সূর্যকে প্রদক্ষিণ করে।