What is the plural form of the word ‘Goose’?
Solution
Correct Answer: Option A
- ইংরেজি গ্রামার অনুযায়ী Goose-এর বহুবচন বা plural form হলো Geese।
- এটি একটি Irregular Noun, অর্থাৎ এর বহুবচন করার সময় সাধারণ নিয়ম (s বা es যোগ করা) মানা হয় না।
- বরং শব্দের মাঝখানের Vowel পরিবর্তন করে একে বহুবচনে রূপান্তর করা হয়।
- যেমন: Foot থেকে Feet, Tooth থেকে Teeth হয়, তেমনই Goose থেকে Geese হয়।
- এই নিয়মটিকে ইংরেজিতে Mutated Plural বা Vowel Mutation বলা হয়।