Solution
Correct Answer: Option B
- ‘অনল প্রবাহ’ কাব্য গ্রন্থটি রচনা করেন সাহিত্যিক ও বাগ্মী সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী।
- তিনি ১৮৮০ সালে সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন এবং আবাল্য এই শহরে বাস করার কারণে তিনি নামের শেষে ‘সিরাজী’ উপাধি যুক্ত করেন।
- তাঁর রচিত প্রথম কাব্যগ্রন্থ ‘অনল প্রবাহ’ ১৯০০ সালে প্রকাশিত হয়, যাতে স্বাধীনতার স্বপক্ষে উদ্দীপনামূলক কবিতা থাকায় ব্রিটিশ সরকার এটি বাজেয়াপ্ত করে।
- তাঁর উল্লেখযোগ্য অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে— ‘আকাঙ্ক্ষা’ (১৯০৬), ‘উচ্ছ্বাস’ (১৯০৭), ‘নব উদ্দীপনা’ (১৯০৭) এবং মহাকাব্যিক রচনা ‘স্পেন বিজয় কাব্য’ (১৯১৪)।
- কাব্য রচনার পাশাপাশি তিনি ‘রায়নন্দিনী’ (এটাই বাংলা সাহিত্যে মুসলিম রচিত প্রথম সার্থক ঐতিহাসিক উপন্যাস), ‘তারাবাঈ’, ‘ফিরোজা বেগম’ ও ‘নূরুদ্দীন’ নামের বিখ্যাত সব উপন্যাস রচনা করেছেন।
- তাঁর রচিত উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থের মধ্যে রয়েছে ‘তুর্কি নারী জীবন’ ও ‘স্পেনীয় মুসলমান সভ্যতা’ এবং ভ্রমণ কাহিনিমূলক গ্রন্থ হলো ‘তুরস্ক ভ্রমণ’।