মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল?
Solution
Correct Answer: Option B
- মায়া সভ্যতা বিশ্বের মধ্য আমেরিকা অঞ্চলে বিরাজমান ছিল।
- খ্রিস্টপূর্ব ২০০০ অব্দের দিকে মেক্সিকোর ইউকাতান উপদ্বীপ অঞ্চলে মায়া সভ্যতার গোড়াপত্তন হয়।
- এই সভ্যতাটি আজকের দিনের মেক্সিকোর দক্ষিণাংশ, সমগ্র গুয়াতেমালা ও বেলিজ এবং এল সালভাদর ও হন্ডুরাসের পশ্চিম প্রান্ত পর্যন্ত বিস্তৃত ছিল।
- মায়া সভ্যতা তার পাথুরে স্থাপত্য, জ্যোতির্বিদ্যা এবং উন্নত গাণিতিক পদ্ধতির জন্য বিখ্যাত।
- মায়ান সভ্যতার ক্যালেন্ডার বা দিনপঞ্জিকা খুবই নিখুঁত ছিল যার গণনা শেষ হয় ২০১২ সালে।