সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়-
Solution
Correct Answer: Option B
- ১৯৫২ সালের ৩১ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার লাইব্রেরি হলে আয়োজিত এক সভায় 'সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠিত হয়।
- এই সভার সভাপতিত্ব করেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী।
- ৪০ সদস্যবিশিষ্ট এই পরিষদের আহ্বায়ক মনোনীত হন কাজী গোলাম মাহবুব।
- এই কমিটি গঠনের মূল উদ্দেশ্য ছিল রাষ্ট্রভাষা বাংলার দাবি আদায়ে ব্যাপক আন্দোলন গড়ে তোলা।
- ২১শে ফেব্রুয়ারি সারাদেশে হরতাল, জনসভা ও বিক্ষোভ মিছিলের কর্মসূচির সিদ্ধান্ত এই কমিটির মাধ্যমেই নেওয়া হয়েছিল।
- উল্লেখ্য, ১৯৪৮ সালের ২ মার্চ প্রথম 'সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' এবং ১৯৫০ সালের ১১ মার্চ 'ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠিত হয়েছিল।