মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখা কোনটি?

A ডুরান্ড লাইন

B ম্যাকমোহন লাইন

C হিন্ডেনবার্গ লাইন

D সনোরো লাইন

Solution

Correct Answer: Option D

- মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী সীমান্ত মেক্সিকো–যুক্তরাষ্ট্র সীমান্ত নামেই পরিচিত, তবে কোনো কোনো ক্ষেত্রে একে সনোরা লাইন বলা হয়।
- এই সীমান্তটি পশ্চিমের প্রশান্ত মহাসাগর থেকে পূর্বের মেক্সিকো উপসাগর পর্যন্ত বিস্তৃত।
- ডুরান্ড লাইন হলো ১৮৯৩ সালে স্যার মর্টিমার ডুরান্ডের নির্দেশিত পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমানা।
- ১৯১৪ সালে স্যার হেনরি ম্যাকমোহন কর্তৃক চিহ্নিত ভারত ও চীনের সীমানাকে ম্যাকমোহন লাইন বলা হয়।
- হিন্ডেনবার্গ লাইন হলো প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানি ও পোল্যান্ডের মধ্যবর্তী সীমানা নির্দেশক রেখা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions