কালজয়ী শিশু সাহিত্য চরিত্র ‘টেনিদা’ কার লেখা?
Solution
Correct Answer: Option C
- বাংলা সাহিত্যের অত্যন্ত জনপ্রিয় কিশোর সাহিত্য চরিত্র ‘টেনিদা’র স্রষ্টা হলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়।
- পটলডাঙার বাসিন্দা টেনিদার প্রকৃত নাম ছিল ভজহরি মুখার্জি।
- টেনিদার বিখ্যাত স্লোগান ছিল ‘ডি-লা-গ্র্যান্ডি মেফিস্টোফিলিস ইয়াক ইয়াক।‘
- চারমূর্তি, চারমূর্তির অভিযান, কম্বল নিরুদ্দেশ, ঝাউবাংলোর রহস্য ইত্যাদি টেনিদা সিরিজের উল্লেখযোগ্য গল্প ও উপন্যাস।
- সত্যজিৎ রায়ের ‘ফেলুদা’, প্রেমেন্দ্র মিত্রের ‘ঘনাদা’, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের ‘পাণ্ডব গোয়েন্দা’ কিংবা নারায়ণ দেবনাথের ‘নন্টে ফন্টে’র মতোই টেনিদা ও তার সাঙ্গপাঙ্গরা (প্যালা, হাবুল, ক্যাবলা) বাঙালি পাঠকদের মণিকোঠায় স্থান করে নিয়েছে।