Solution
Correct Answer: Option C
৩০ থেকে ৫০ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে সেগুলো হলো: ৩১, ৩৭, ৪১, ৪৩ এবং ৪৭।
এখানে মোট ৫টি মৌলিক সংখ্যা রয়েছে।
আমরা জানি,
গড় = সংখ্যাগুলোর সমষ্টি / মোট সংখ্যা
সংখ্যাগুলোর সমষ্টি = ৩১ + ৩৭ + ৪১ + ৪৩ + ৪৭
= ১৯৯
$\therefore$ গড় = ১৯৯ / ৫
= ৩৯.৮
সুতরাং, ৩০-৫০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় ৩৯.৮।
শর্টকাট টেকনিক (পরীক্ষার হলের জন্য):
মৌলিক সংখ্যার গড়ের কোনো নির্দিষ্ট সূত্র নেই, তাই দ্রুত যোগ করতে হবে।
সংখ্যাগুলো: ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭ (মোট ৫টি)
দ্রুত যোগ করার নিয়ম:
(৩০ $\times$ ২) + (৪০ $\times$ ৩) + (১ + ৭ + ১ + ৩ + ৭)
= ৬০ + ১২০ + ১৯
= ১৯৯
এখন, ১৯৯ কে ৫ দিয়ে ভাগ করতে হবে। ৫ দিয়ে ভাগ করার সহজ উপায় হলো সংখ্যাটিকে দ্বিগুণ করে এক ঘর আগে দশমিক বসানো।
১৯৯ $\times$ ২ = ৩৯৮
এক ঘর আগে দশমিক বসালে হয় = ৩৯.৮