Solution
Correct Answer: Option A
- যক্ষ্মা একটি সংক্রামক রোগ যা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস নামক ব্যাকটেরিয়ার কারণে হয়।
- অপরদিকে করোনা, পোলিও এবং হাম রোগগুলো ভাইরাস দ্বারা সংক্রমিত হয়।
- হাম রোগটি রুবিওলা ভাইরাস এবং পোলিও রোগটি পোলিও ভাইরাসের সংক্রমণে হয়ে থাকে।
- এছাড়া জন্ডিস, গুটি বসন্ত, এইডস, জলাতঙ্ক, ডেঙ্গু ইত্যাদি রোগগুলোও ভাইরাস ঘটিত।
- অন্যদিকে নিউমোনিয়া, টাইফয়েড, কলেরা, ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কার ইত্যাদি রোগগুলো ব্যাকটেরিয়া ঘটিত।