Solution
Correct Answer: Option B
- 'আরব বসন্ত' বা 'Arab Spring' হলো ২০১০-এর শেষদিকে আরব বিশ্বে ছড়িয়ে পড়া সরকারবিরোধী একটি গণজাগরণ ও বিপ্লব।
- এই ঐতিহাসিক আন্দোলনের সূচনা হয়েছিল তিউনিসিয়া থেকে।
- ২০১০ সালের ১৭ই ডিসেম্বর তিউনিসিয়ার সিদি বাউজিদ শহরে মোহাম্মদ বুয়াজিজি নামের একজন সাধারণ ফল বিক্রেতা নিজের গায়ে আগুন ধরিয়ে আত্মাহুতি দেন।
- পুলিশের দুর্নীতি ও দুর্ব্যবহারের প্রতিবাদে তার এই আত্মত্যাগ দেশজুড়ে বিশাল এক প্রতিবাদের জন্ম দেয় যা দ্রুত গণঅভ্যুত্থানে রূপ নেয়।
- এই বিপ্লবের প্রভাবে তিউনিসিয়ার দীর্ঘদিনের স্বৈরশাসক জাইন আল-আবিদিন বেন আলী ক্ষমতাচ্যুত হন এবং দেশ ছেড়ে পালাতে বাধ্য হন।
- তিউনিসিয়ার এই সফল বিপ্লব খুব দ্রুত মিশর, লিবিয়া, ইয়েমেন, সিরিয়া ও বাহরাইনসহ অন্যান্য আরব দেশগুলোতে ছড়িয়ে পড়ে।