নিচের কোনটি রাঢ় জনপদের একটি ভৌগোলিক অঞ্চল? 

A মহাস্থানগড় 

B মুর্শিদাবাদ 

C সোনারগাঁও 

D সূহ্মভূমি

Solution

Correct Answer: Option D

- গঙ্গা নদীর দক্ষিণে ও পশ্চিমে অবস্থিত পশ্চিম বাংলার দক্ষিণাঞ্চলকে রাঢ় জনপদ বলা হতো।
- রাঢ় জনপদটি ২টি অংশে বিভক্ত ছিল।
- দক্ষিণ রাঢ় এবং উত্তর রাঢ় নিয়ে ছিল রাঢ় জনপদ।
- রাঢ়ের প্রধান নগর বা রাজধানী ছিল কোটিবর্ষ।
- অনেক ঐতিহাসিক মেদিনীপুর জেলার পূর্বপ্রান্ত অবস্থিত আধুনিক তমলুককে প্রাচীন তাম্রলিপ্ত বলে চিহ্নিত করেছেন।
- শুধু বাংলা নয় এটি প্রাচীন ভারতেরও পূর্বাঞ্চলের শ্রেষ্ঠ বন্দর।
- "বজ্রভূমি ও সূহ্মভূমি" ছিল রাঢ়ের দুটি ভৌগোলিক অঞ্চল।"

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions