চীনা পরিব্রাজক ফা-হিয়েন ভারতবর্ষে আসেন কবে?
Solution
Correct Answer: Option B
- দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ৩৯৯ খ্রিস্টাব্দে চীনা পরিব্রাজক ফা-হিয়েন ভারতবর্ষে আসেন।
- ফা-হিয়েনের ভ্রমন বৃত্তান্ত গ্রন্থ হলো ‘ফো-কুয়ো-কিং’।
- এটি ভারতের ইতিহাসের তথা গুপ্ত সম্রাহ্যের ইতিহাদের একটি বিশিষ্ট প্রামাণ্য দলিল।
- গুপ্ত যুগের বংশের সূচনাকারী বিবেচনা করা হয় মহারাজা শ্রীগুপ্তকে।
- মৌর্যদের মতো বাংলায় গুপ্তদের রাজধানী ছিল পুণ্ড্রনগর।
- মহাসামন্ত বলা হত গুপ্ত রাজাদের অধীনে বড় কোনো অঞ্চলের শাসককে।
- এই যুগকে বিবেচনা করা হয় সামগ্রিকভাবে ভারতের ইতিহাসে ‘স্বর্ণযুগ’।
- এই যুগে আবির্ভুত হয়েছিল— কালিদাস, আর্যভট্ট, বিষ্ণুশর্মা, বরাহমিহির প্রমুখ ব্যক্তিবর্গ।
- দুর্ধর্ষ পাহাড়ি হুন জাতির পঞ্চম শতকে বাংলা আক্রমণে গুপ্ত শাসনের পরিসমাপ্তি ঘটে।