পদ কত প্রকার?

A ৪ প্রকার

B ৩ প্রকার

C ৫ প্রকার

D ৬ প্রকার

Solution

Correct Answer: Option C

- বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুই পদ এবং বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই এক একটি পদ।
- পদ প্রধানত দুই প্রকার।
- যথা: সব্যয় পদ ও অব্যয় পদ।

- আবার, সব্যয় পদ চার প্রকার।
- যথা: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম ও ক্রিয়া।

- সুতরাং, আমরা বলতে পারি, পদ ৫ প্রকার।
- যথা: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া।

উল্লেখ্য, ৯ম-১০ম শ্রেণির নতুন ব্যাকরণে পদকে ৮ ভাগে ভাগ করা হয়েছে।
- যথা: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক ও আবেগ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions