Solution
Correct Answer: Option A
কমোডো ড্রাগন হল বিশ্বের সবচেয়ে বড় টিকটিকি যা ইন্দোনেশিয়ার কমোডো ও জাভা দ্বীপপুঞ্জে দেখা যায় । এদের অন্য নাম ভারানাস কমোডোনেসিস । এরা উচ্চতায় প্রায় ৩ মিটার লম্বা এবং ওজনে ৭০ কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে ।উল্লেখ্য ,কমোডো ড্রাগন এবং এদের আবাস্থল রক্ষার জন্য ইন্দোনেশিয়া ১৯৮০ সালে কমোড ন্যাশনাল পার্ক প্রতিষ্ঠা করে ।