‘ঢাকের কাঠি’ বাগধারার অর্থ কী?

A কপট ব্যক্তি

B ঘনিষ্ঠ সম্পর্ক

C হতভাগ্য

D মোসাহেব

Solution

Correct Answer: Option D

'ঢাকের কাঠি ' বাগধারার অর্থ -মোসাহেব /চাটুকার /তোষামুদে ।
বর্ণচোরা আম -কপট ব্যক্তি ;
হতভাগ্য - অষ্টকপাল /আট কপালে / হাড় হাভাতে

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions