আফিম যুদ্ধ কোন দুইটি দেশের মধ্যে সংঘটিত হয়?

A চীন ও আফগানিস্তান

B চীন ও ইংল্যান্ড

C চীন ও রাশিয়া

D ইংল্যান্ড ও আফগানিস্তান

Solution

Correct Answer: Option B

- আফিম যুদ্ধ মূলত চীন ও ইংল্যান্ডের মধ্যে সংঘটিত হয়েছিল।
- এটি মূলত দুটি পর্যায়ে হয়েছিল, প্রথম আফিম যুদ্ধ (১৮৩৯–১৮৪২) এবং দ্বিতীয় আফিম যুদ্ধ (১৮৫৬–১৮৬০)।
- এই যুদ্ধের প্রধান কারণ ছিল চীনের বাজারে ব্রিটিশদের অবৈধ আফিম ব্যবসা এবং চীনের বাণিজ্যের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা।
- যুদ্ধে চীনের পরাজয়ের ফলে চীনকে হংকং দ্বীপটি ব্রিটিশদের কাছে হস্তান্তর করতে হয় এবং তাদের জন্য পাঁচটি বন্দর বাণিজ্যিকভাবে খুলে দিতে হয়।
- এই যুদ্ধ চীনের ইতিহাসে 'শতবছরের অপমান' বা 'Century of Humiliation'-এর শুরু হিসেবে পরিচিত।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions