মুক্তিযুদ্ধের সময় গঠিত কে-ফোর্স কার নামানুসারে করা হয়েছে?
A লেঃ কর্নেল কে এম শফিউল্লাহ
B লেঃ কর্নেল জিয়াউর রহমান
C শেখ মুজিবুর রহমান
D লেঃ কর্নেল খালেদ মোশাররফ
Solution
Correct Answer: Option D
কে-ফোর্স:
- কে-ফোর্স বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিগ্রেড যার নামকরণ করা হয়েছে লেঃ কর্নেল খালেদ মোশাররফের নামানুসারে।
- সেপ্টেম্বর ১৯৭১ সালে গঠিত হয় এই বিগ্রেড যার নাম করা হয় কে ফোর্স।
- এই ফোর্সের অন্তর্ভুক্ত ছিল ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ১০ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ১ ফিল্ড ব্যাটারি (মুজিব ব্যাটারি) আর্টিলারি ও একটি সিগন্যাল কোম্পানি।
- কে ফোর্সের উল্লেখযোগ্য যুদ্ধ সমূহ ছিল দেউশ মন্দভাগ অভিযান, শালদা নদী অভিযান, পরশুরাম, চিতলিয়া, ফুলগাজী, নিলক্ষ্মীর যুদ্ধ, বিলোনিয়ার যুদ্ধ, চাপিলতার যুদ্ধ, কুমিল্লা শহরের যুদ্ধ, নোয়াখালীর যুদ্ধ, কশবার যুদ্ধ, বারচরগ্রাম যুদ্ধ, মিয়াবাজার যুদ্ধ, গাজীপুর যুদ্ধ, সলিয়াদীঘি যুদ্ধ, ফেনী যুদ্ধ, চট্টগ্রাম বিজয় ও ময়নামতি বিজয়। 1