বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে-

A ৩১, ৯, ১০

B ৩২, ৭, ১১

C ৩০, ৮, ১২

D ৩২, ৮, ১০

Solution

Correct Answer: Option D

বাংলা বর্ণমালায় মোট বর্ণ রয়েছে ৫০টি। এই বর্ণগুলোকে মাত্রার ভিত্তিতে তিন ভাগে ভাগ করা যায়: পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রাহীন। নিচে এদের বিস্তারিত আলোচনা করা হলো:

- পূর্ণমাত্রার বর্ণ (৩২টি):
বাংলা বর্ণমালায় মোট ৩২টি বর্ণের ওপর পূর্ণমাত্রা থাকে। এর মধ্যে স্বরবর্ণ ৬টি এবং ব্যঞ্জনবর্ণ ২৬টি।
- স্বরবর্ণ (৬টি): অ, আ, ই, ঈ, উ, ঊ।
- ব্যঞ্জনবর্ণ (২৬টি): ক, ঘ, চ, ছ, জ, ঝ, ট, ঠ, ড, ঢ, ত, দ, ন, ফ, ব, ভ, ম, য, র, ল, ষ, স, হ, ড়, ঢ়, য়।
- অর্ধমাত্রার বর্ণ (৮টি):
মোট ৮টি বর্ণের ওপর অর্ধমাত্রা বা আংশিক মাত্রা থাকে। এর মধ্যে স্বরবর্ণ ১টি এবং ব্যঞ্জনবর্ণ ৭টি।
- স্বরবর্ণ (১টি): ঋ।
- ব্যঞ্জনবর্ণ (৭টি): খ, গ, ণ, থ, ধ, প, শ।
- মাত্রাহীন বর্ণ (১০টি):
মোট ১০টি বর্ণের ওপর কোনো মাত্রা থাকে না। এর মধ্যে স্বরবর্ণ ৪টি এবং ব্যঞ্জনবর্ণ ৬টি।
- স্বরবর্ণ (৪টি): এ, ঐ, ও, ঔ।
- ব্যঞ্জনবর্ণ (৬টি): ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁ।

সারণি আকারে তথ্য:
| মাত্রার ধরন | স্বরবর্ণ | ব্যঞ্জনবর্ণ | মোট বর্ণ |
| :--- | :---: | :---: | :---: |
| পূর্ণমাত্রা | ৬টি | ২৬টি | ৩২টি |
| অর্ধমাত্রা | ১টি | ৭টি | ৮টি |
| মাত্রাহীন | ৪টি | ৬টি | ১০টি |
| সর্বমোট | ১১টি | ৩৯টি | ৫০টি |

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions